শিক্ষামন্ত্রীর সাথে ফোনালাপ শেষে যা বললেন ননএমপিও শিক্ষক নেতারা
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ভারতে অবস্থানরত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে টেলিফোনে কথা হয় আন্দোলনরত ননএমপিও শিক্ষকদের। বৃহস্পতিবার রাত পৌণে আটটার দিকে শিক্ষামন্ত্রীর জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে ননএমপিও শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়ের সাথে প্রথম কথা হয়। পরে কথা হয় সভাপতি গোলাম মাহামুদুন্নবী ডলারের সাথে। প্রায় ঘণ্টাব্যাপী টেলিফোনে কথপোকথন শেষে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন নেতারা। আগামী রোববার (২০ অক্টোবর) শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষক নেতাদের বৈঠক অনুষ্ঠিত
হবে। বৈঠক ফলপ্রসূ হলে খুব ভালো। নইলে ২১ অক্টোবর থেকে অনশন শুরু করবেন। রোববার বৈঠকে পর আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবেন বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন শিক্ষক নেতারা। তবে, রোববার পর্যন্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন শিক্ষক নেতারা।
শিক্ষক নেতারা অবশ্য মন্ত্রীর সাথে কথা বলে আশ্বস্ত হতে পারেননি বলে জানিয়েছেন।
একযোগে ৫ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ ও হস্তক্ষেপ কামনা করে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তৃতীয় দিন মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ননএমপিও শিক্ষক নেতারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা বারোটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে প্রেসক্লাবের কাছেই কদম ফোয়ারার সামনে মিছিলের গতিরোধ করে পুলিশ। সেখান থেকে ফিরে এসে তারা ফের প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। পরে বিকেলে ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুদুন্নবী ডলার দৈনিক শিক্ষাডটকমকে জানান, একযোগে ৫ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আগামীকাল শুক্রবার বিকেল থেকে আমরণ অনশন শুরু করছেন শিক্ষকরা। কিন্তু রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে প্রায় ঘণ্টাব্যাপী টেলিফোনে কথপোকথন শেষে শুক্রবারের অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। দৈনিক শিক্ষার