শিবগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আম পরিবর্তন ও কম হওয়ার অভিযোগ 

0 ৩৬৯
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গত ৯ তারিখ শেওড়াপাড়া ঢাকায় ল্যাংড়া আম পাঠিয়ে ছিলেন গোলাম কবির। সেখানে আম চলে যাবার পরে কার্টুনে ২৫ কেজি ল্যাংড়া আম এর পরিবর্তে  ২০  কেজি খিরসা আম পেয়েছে।
দুঃখের সাথে তিনি জানান, কার্টুন খুলে দেখেন ল্যাংড়া আমের পরিবর্তে কার্টুনের  ভিতরে খিরসাপাত আম। এবং তিনি আরো জানান যে, সেই কার্টুনে যদি আমের পরিবর্তে অন্য কিছু থাকতো। গোলাম কবির ফোনে শিবগঞ্জ কুরিয়ার সার্ভিসে আমার আম কম হলো কেনো এবং ল্যাংড়া আমের পরিবর্তে খিরসা আম কেন হলো , তখন কুরিয়ার সার্ভিসের মালিক বলেন যে, ভুল হয়ে গেছে এগুলো বাদ দেন বলে ফোন কেটে দেন।
তার পরেও তারাকে কয়েকবার ফোন দিলে তারা আর কোন ফোন রিসিভ করেনি। এক আমের পরিবর্তে অন্য আম কম দিয়ে বুঝ দেওয়া তার ক্ষতিপূরণের দেওয়ার দাবি করেন গোলাম কবির। এই রকম কাজ জেনো আর কারো সাথে না করে তার জন্য প্রসাশনের কাছে সহায়তা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.