তাজুল ইসলাম (সারিয়াকান্দি) বগুড়াঃ যুব নর-নারীদের আত্ম-কর্মসংস্থানমূখী ও উদ্যোক্তা তৈরীর লক্ষে
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সারিয়াকান্দি, বগুড়ার আয়োজনে এবং সাফল্য বহুমূখী যুব উন্নয়ন সংস্থার
সহযোগীতায় সপ্তাহব্যাপী গবাদী পশু মোটাতাজা করণ প্রশিক্ষণ শেষে ৩০জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদও সম্মানী ভাতা প্রধান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধায় সাফল্য বহুমুখী যুব উন্নয়ন সংস্থার অডিটোরিয়াম হল রুমে সংস্থার সভাপতি মোঃ
আশাদুল ইসলাম এরশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের সনদ ও নগদ
টাকা তুলেদেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সবুর সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুর রশিদ, সাফল্য উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন প্রমুখ।