স্তনকে কীভাবে যত্নে রাখবে এই ডিভাইস?

0 ৯৬০

স্বাস্থ্য ডেস্ক : স্তন ক্যান্সারের সমস্যায় ভুগছেন বহু মেয়ে। আগে থেকে স্তন ক্যান্সার নিয়ে সতর্ক থাকতে নতুন একটি ডিভাইস এল। ওয়্যারলেস এই ডিভাইসের মাধ্যমে পাঁচ মিনিটের মধ্যে যে কোনও স্বাস্থ্যকর্মী স্তন ক্যান্সার চিহ্নিত করতে পারবেন।

স্মার্টফোন বা ট্যাবে দেখা যাবে পরীক্ষার ফল। আগামী মাসেই ভারতে আসছে সেই যন্ত্র।

মার্কিন এক সংস্থা নিয়ে আসছে এই ডিভাইস। নতুন এই যন্ত্রটির নাম iBreast Exam. ড্রেক্সাল ইউনিভার্সিটির গবেষণায় তৈরি হয়েছে এই যন্ত্র। এই পদ্ধতিতে ব্যাপক সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যন্ত্রের মাধ্যমে যে কোনও সাধারণ স্বাস্থ্যকর্মী এই কাজ করতে পারবেন। ফলে অনেক সহজেই ধরা পড়বে রোগ। সুবিধা হবে চিকিৎসায়। -কলকাতা নিউজ।

Leave A Reply

Your email address will not be published.