অবশেষে ফিরছেন পপি
বিনোদন ডেস্ক : দীর্ঘ এক বছরের বেশি সময় পর আবার বড় পর্দায় দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে। আগামী ২ সেপ্টেম্বর পপি অভিনীত ও নার্গিস আক্তার পরিচালিত ”পৌষ মাসের পিরিত” শিরোনামের ছবিটি সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিতে পপির বিপরীতে রয়েছেন অভিনেতা টনি ডায়েস। এ প্রসঙ্গে পপি বললেন,”প্রায় চার বছর আগে ”’পৌষ মাসের পিরিত” ছবিটির কাজ করেছিলাম। ছবিটি মৌলিক একটি গল্পের উপর নির্মাণ করা হয়েছে। এর নির্মাণ কাজও ভালো হয়েছে। আশা করছি,দর্শকদের ভালো লাগবে।” উল্লেখ্য,পপি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র গত বছরের শুরুর দিকে মুক্তি পায়। ”দুই বেয়াইয়ের কীর্তি” শিরোনামের সেই ছবিটি পরিচালনা করেছিলেন আবদুল্লাহ-আল মামুন।