৭ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’?

0 ১৭৯
টিজারের দৃশ্যে শাহরুখ খান। ছবি : সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা বাংলাদেশে আমদানি করার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ সিনেমাটি বাংলাদেশের সিনেমা হলে মুক্তির জন্য আবেদন করেছিল।

আমদানিকারক প্রতিষ্ঠান দাবি করছে, মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে আমরা। সারা বিশ্বের সঙ্গে একইদিনে ৭ সেপ্টেম্বর সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে।

তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় ‘জওয়ান’ বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাটলির সিনেমাটি হবে অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার।

দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা এই সিনেমায় শাখরুখের বিপরীতে অভিনয় করছেন। সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। সিনেমায় খলনায়ক হচ্ছেন তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

সিনেমাটি প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

Leave A Reply

Your email address will not be published.