আটঘরিয়ায় নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ শুরু

0 ৮০
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিমের  আওতায় “নতুন কারিকুলাম বিস্তরণ” বিষয়ক ৭ দিনব্যাপী বিষয়ভিত্তিক শ্রেণী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) উপজেলার দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। ৮ম ও ৯ম শ্রেণির দশটা বিষয়ে ১৮২ জন বিষয় শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন এবং ৩০ জন প্রশিক্ষক প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলবে।
প্রশিক্ষণ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণর জন্য পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রশিক্ষনার্থী ও প্রশিক্ষকদের বিষয়ের উপর দিকনির্দেশনা প্রদান করছেন।  এ সময় তার সাথে আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী, একাডেমিক সুপারভাইজার শিপ্রা রাণী মন্ডল, পাবনা জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক মিয়া মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মোঃ মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ে পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী নিরলস করে যাচ্ছেন।

Leave A Reply

Your email address will not be published.