নাটোরের ৪ টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

0 ৪৩

নাটোর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪ টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিরা তাদের প্রতীক গ্রহন করেন। এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীরা মোট ৩২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নাটোরের ৪ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন নাটোর ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল, নাটোর ২ (সদর- নলডাঙ্গা) আসনে বর্তমান এমপি শফিকুল ইসলাম শিমুল, নাটোর ৩ (সিংড়া) আসনে বর্তমান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ও নাটোর ৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বর্তমান এমপি ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এছাড়াও নাটোরের ৪টি আসনেই নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নাটোর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি আবুল কালাম আজাদ প্রতীক পেয়েছেন ঈগল পাখি, নাটোর ২ আসনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার পেয়েছেন ট্রাক প্রতীক, নাটোর ৩ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম পেয়েছেন ঈগল পাখি প্রতীক এবং নাটোর ৪ আসনে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন পেয়েছেন ট্রাক প্রতীক। প্রত্যেক প্রার্থীই নানা উন্নয়নের কথা বলে নির্বাচনে শতভাগ বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রতীক পাওয়ার পরেই নাটোর-২(সদর- নলডাঙ্গা) আসনে বর্তমান এমপি শফিকুল ইসলাম শিমুল সেখান থেকে বের হয়ে প্রচারণা শুরু করেন।

এছাড়া নাটোরের ৪টি আসনে আরো যারা প্রতীক পেলেন তারা হচ্ছেন, নাটোর ০১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের মোঃ রমজান আলী সরকার, কাঁচি প্রতীক (স্বতন্ত্র প্রার্থী), কাজল রায় ঢেঁকি (স্বতন্ত্র প্রার্থী), আশিক হোসেন লাঙ্গল প্রতীক (জাতীয় পার্টি ),মোঃ ইব্রাহিম খলিল,হাতুরি প্রতীক (ওয়ার্কাস পার্টি),মোঃ মোয়াজ্জেম হোসেন মশাল প্রতীক (জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ),মোঃ লিয়াকত আলী একতারা প্রতীক (বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি)ও মোঃ জামাল উদ্দিন ফারুক ট্রাক প্রতীক (স্বতন্ত্র প্রার্থী)।

নাটোর- ০২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে মোঃ নূরন্নবী মৃধা লাঙ্গল প্রতীক (জাতীয় পার্টি)। মোহাম্মদ বজলুর রশিদ ডাব প্রতীক (বাংলাদেশ কংগ্রেস)। মোঃ শরিফুল ইসলাম, মশাল প্রতীক (জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ)।

নাটোর-০৩ (সিংড়া) মোঃ আনিছুর রহমান,লাঙ্গল প্রতীক (জাতীয় পার্টি), মোঃ মিজানুর রহমান হাতুরি প্রতীক (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি), মোঃ আনোয়ার হোসেন কুলা প্রতীক ( বিকল্পধারা বাংলাদেশ), আবুল কালাম আজাদ সোনালী আঁশ প্রতীক (তৃনমুল বিএনপি),মোঃ আমিরুল ইসলাম ডাব প্রতীক (বাংলাদেশ কংগ্রেস), মোঃ আলতাফ হোসেন ফুলের মালা প্রতীক (তরিকত ফেডারেশন – বিটিএফ) ও মাঃ আব্দুল্লাহ আল মামুন ট্রাক প্রতীক (স্বতন্ত্র প্রার্থী)।

নাটোর-০৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) মোঃ আলাউদ্দিন মৃধা লাঙ্গল প্রতীক (জাতীয় পার্টি), মোঃ আব্দুল খালেক সরকার, সোনালী আঁশ প্রতীক (তৃণমূল বিএনপি), এসএম সেলিম রেজা বাইসাইকেল প্রতীক (জাতীয় পার্টি – জেপি), গাজী আবু সায়েম রতন নোঙ্গর প্রতীক (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন – বিএনএম)। শান্তি রিবারু ডাব প্রতীক (বাংলাদেশ কংগ্রেস), মোঃ জাহিদুল ইসলাম, ঈগল প্রতীক (স্বতন্ত্র) ও সুজন আহমেদ, দোলনা প্রতীক (স্বতন্ত্র)।‌

Leave A Reply

Your email address will not be published.