আরও সতর্ক হওয়া উচিত ছিল, হারের পর শান্ত

0 ৫২
নাজমুল হোসেন শান্ত। ছবি : বিসিবি

শেষ দিকে ম্যাচ জমিয়ে তুলেছিলেন বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটাররা। তবে, শুরুতেই স্বাগতিকদের যে ধাক্কা দিয়েছিল শ্রীলঙ্কা, তাতে সোজা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ২৮ রানে হেরে ম্যাচের পাশাপাশি সিরিজও হারায় নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে এসে শান্তকে দাঁড়াতে হলো কাঠগড়ায়। ব্যাটিং ব্যর্থতার মিছিলে শামিল ছিলেন তিনিও। বাংলাদেশ অধিনায়ক অকপটে স্বীকার করেছেন, শুরুর ছয় ওভার দেখেশুনে খেলা উচিত ছিল তদের।

শান্ত বলেন, ’রান তাড়ায় আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। বিশেষ করে প্রথম ছয় ওভারে সচেতন হওয়া ছিল। সেখানেই আমরা পিছিয়ে পড়ি। শেষ দিকে রিশাদ, তাসকিন, মেহেদি দারুণ ব্যাটিং করেছে। যদি শুরুর ধাক্কাটা না আসত, ফল অন্যরকম হতে পারত।’

সার্বিকভাবে সিরিজটি খারাপ কাটেনি বাংলাদেশের। অধিনায়কের কণ্ঠেও ঝরেছে স্তুতি। শান্ত জানান, শেষ তিন ম্যাচেই দল ভালো ক্রিকেট খেলেছে। যা ওয়ানডে সিরিজের জন্য কাজে দেবে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আপনি যদি শেষ তিন ম্যাচ দেখেন, আমরা ভালো ক্রিকেট খেলেছি। সবাই দায়িত্ব নিয়ে খেলেছে। ওয়ানডে সিরিজে এটি আমাদের প্রেরণা জোগাবে।’

Leave A Reply

Your email address will not be published.