আর্তমানবেতর সেবায নিয়োজিত সৈয়দ পরিবার ও জিকে ফাউন্ডেশন

0 ১৫৫
মাইনুল ইসলাম লাল্টু. শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্বাধীনতা উত্তরকালে প্রথমবারের মত শুধু এবারই  এতিম, অস্বচ্ছল ও অসহায় পরিবারের সদস্যদের জন্য আলাদা ভাবে মাসব্যাপী ইফতার ও দোযা মাহফিলের আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, তাদের জন্য আলাদাভাবে ঈদ সামগ্রীর ব্যবস্থাও নেয়া হয়েছে।
সুত্রমতে শিবগঞ্জে সৈয়দ পরিবারের পক্ষ থেকে, জিকে ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান  উদ্যোগে পবিত্র রমজান মাসের প্রথম থেকে প্রায় মাস ব্যাপী শিবগঞ্জ  উপজেলায় ১৫টি ইউনিয়নের  ১৫টি স্থানে  ও শিবগঞ্জ পৌরসভার  ৯টি ওয়ার্ডে আলাদা আলাদা কর্মসূচীর মাধ্যমে  প্রায় ৪৫ হাজার এতিম, অসহায় ও দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুরু হয় প্রথম রজমান অর্থাৎ ২৪ মার্চ শাহাবাজপুর ইউনিয়ন  পরিষদ চত্বরে এবং শেষ হয় গত  ১৫ এপ্রিল শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়্।প্রথম দিন  ইফতার ও দোয়া মাহফিলের শুভ উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জিকে ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
এসময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সাথে থেকে সহযোগিতা করেন এবং  শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়। এখানেও ইফতার মাহফিল ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জিকে ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নজনরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম সহ যুবলীগ, আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
তাছাড়া গত কাল  ১৮ এপ্রিল শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে  শিবগঞ্জ উপজেলার  ১৫টি ইউনিয়নের ২হাজার এতিম, অসহায় ও দু;স্থদের মাঝে  চাল, আটা, লবন,তেল, চিনি,সেমাই, পামর, বিভিন্ন ধরনের প্রায় ১৯ কেজি ওজনের একটি প্যাকেট বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তাবয়ন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস ও বিশিষ্ট সমাজ সেবক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের  নেতা মামুন সহ আরো অনেকেই।মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা আল মামুন  জিকে ফাউন্ডেশনের বরাত দিয়ে বলেন সামনে ঈদুল ফিতর উপলক্ষে  ১৫ টি ইউনিয়ন ও একটি পৌর সভার বিভিন্ন এলাকার আরো  ১০হাজার এতিম, অসহায় ও দু:স্থদের মাঝে পর্যায়ক্রমে ঈদ সামগ্রী  বিতরণ করা হবে।
শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন জাতির পিতার আদর্শের অনুসারী হয়ে ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় যতদিন বেঁচে আছি ততদিন আমি জিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ও ব্যক্তিগতভাবে এতিম দু;স্থ ও অসহায়দের মুখে হাসি ফুটানোর জন্য  সেবা করে যাব ইনশাল্লাহ। উল্লেখ্য যে সৈয়দ পরিবারের পক্ষ থেকে জিকে ফাউন্ডেশনের অর্থায়নে দীর্ঘদিন যাবত আর্তমানবেতর সেবায় কাজ করে যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.