ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুন, নিহত ১৭

0 ২০৭
ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুনের ঘটনায় ১৭ জন মারা গেছেন, আহত হয়েছেন ৫০ জন। ছবি : বাসস

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি তেলের ডিপোতে ভয়াবহ আগুনে ১৭ জনের মৃত্যু ও ৫০ জন আহত হয়েছে।

কর্মকর্তারা জানান, আগুনে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। এসময় আগুনের আতঙ্কে অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

অগ্নিকান্ডের সময় জাকার্তার এনার্জি ফার্ম পার্টামিনা পরিচালিত ডিপোর কাছাকাছি অবস্থানে থাকা বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। খবর এএফপি’র।

জাকার্তার দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা জানায়, শুক্রবারের আগুনে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছেন।

দমকল বিভাগের প্রধান সাত্রিয়াদি গুনাওয়ান বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আগুন ছড়িয়ে পড়ার পর অনেকেই গুরুতর দগ্ধ হয়। গুনাওয়ান বলেন, ‘দমকলকর্মীরা সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনার পর তা ঠাণ্ডা করার চেষ্টা করছে।’

এ প্রসঙ্গে সেনাপ্রধান দুদং আব্দুরচম্যান সাংবাদিকদের জানান কয়েকঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার পর ডিপোটিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ইন্দোনেশিয়ার সেনাপ্রধান আরও জানান, তারা এর কারণ অনুসন্ধান করে দেখছেন।

এদিকে, তেল কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে যে ‘পার্টিমিনা’ আগুন নিয়ন্ত্রণে আনতে এবং আশপাশের কর্মী ও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ওপর বেশি জোর দেয়।

Leave A Reply

Your email address will not be published.