কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৮

0 ১৮২
কলম্বিয়ায় কুইবদো ও মেডেলিন শহরের সংযোগ রাস্তাটি ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায়। ছবি : এএফপি

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসের কবলে পড়ে ১৮ জন লোক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। ভূমিধসের এই ঘটনায় মেডেলিন ও কুইবদো শহরের সংযোগ রাস্তাটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। খবর এএফপির।

ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মারকোয়েজ এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানান, ৩০ জনের মতো লোক আহত হয়েছে।

কারমেন ডি আত্রাতো শহরের মেয়র জিমি হেরেরা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, ভূমধসে বেশ কিছু লোক গুরুতরভাবে আহত হয়েছে। এছাড়া আরও অনেকে আটকা পড়েছে ধ্বংসাবশেষের নিচে। তবে তিনি কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে প্রকাশিত ছবিতে কাদামাটিতে ক্ষতিগ্রস্ত বেশ কিছু গাড়ি দেখা যায়।

প্রশান্ত মহাসাগরের তীরবর্তী চোকো এলাকায় গত ২৪ ঘণ্টায় অবিরাম বর্ষণের কারণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

কলম্বিয়ায় এখন খরা চললেও আবহাওয়া ও পরিবেশ বিভাগ এর আগে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। আবহাওয়া বিভাগ আরও জানায়, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছাকাছি ও আমাজনের আশপাশের এলাকা প্রবল বৃষ্টির ঝুঁকির মুখে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.