কার সঙ্গে কোহলির লড়াইটা, জানালেন টুইটে

১৯৯
ভারতীয় দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

সময়টা খুব একটা ভালো যাচ্ছ না ভারতীয় দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। নেতৃত্ব ছেড়েছেন, ব্যক্তিগত পারফরম্যান্সও খুব একটা ভালো যাচ্ছে না। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চান, লড়াই করতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন কোহলি, লড়াইটা অন্য কারো সঙ্গে নয়, নিজের সঙ্গেই।

আর রোববার এক টুইটে কোহলি লিখেছেন, ‘লড়াইটা সবসময়ে আমি বনাম আমি।’

গত তিন মাসে কোহলির অবস্থানে অনেক পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি ও টেস্টের নেতৃত্ব ছেড়েছেন, আর ওয়ানডের নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে দুবছর সেঞ্চুরি নেই। তাঁর ব্যাট থেকে শেষবার সেঞ্চুরি আসে ২০১৯ সালের নভেম্বরে। এরপর থেকে কোহলির ফর্ম নিয়ে অনেক আলোচনা হয়েছে। সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে কয়েকটি ভালো ইনিংস খেললেও কাঙ্ক্ষিত সেঞ্চুরি নেই তাঁর ব্যাটে। চেনা ছন্দে দেখা যাচ্ছে না তাঁকে।

Comments are closed.