দুই গালে কিস চাওয়ায় হারুনকে চড় দিতে চাইলেন নিপুণ

১২৯
চিত্রনায়িকা নিপুণ আক্তার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। সেই হারুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া চিত্রনায়িকা নিপুণ আক্তার।

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে নিপুণ অনেক অভিযোগের মধ্যে একটি অভিযোগে বলেন, ‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুই গালে দুইটা কিস চেয়েছিলেন। ওই গালে দুইটা চড় লাগানো উচিত ছিল, যেটা আমি করিনি। আমার নারী প্রার্থী জেসমিন ও শাহানুর ছিল, যখন উনি ওই কথা বলেছেন।’

নিপুণ আরও বলেন, ‘এখানে জায়েদ খান, এফডিসির এমডি, আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।’

সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, আফজাল শরীফ সাইমন, জেসমিনসহ অনেকেই।

নিপুণ আরও বলেন, ‘আমি আবার শিল্পী সমিতির নির্বাচনে শুধু সাধারণ সম্পাদকের ভোট চাই। অন্য পদের নির্বাচন চাচ্ছি না। আমি সবকিছুর জন্য উচ্চ আদালতে যাব। আমাদের শিল্পী সমিতির নির্বাচনে এই নিয়ম আছে শুধু এক পদের ভোট হওয়া।’

চিত্রনায়িকা নিপুণ আক্তারকে ১৩ ভোটে হারিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু এই ফলে অসন্তোষ জানিয়েছেন নিপুণ।

Comments are closed.