কালুরঘাটে যেতে পুলিশি বাধার মুখে বিএনপি

২৬৯
চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে আজ নগরীর ২ নম্বর গেটে পুলিশি বাধার মুখে পড়েন বিএনপির নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে পুলিশি বাধার মুখে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। আজ রোববার দুপুর ১টার দিকে নগরের ২ নম্বর গেটের বিপ্লব স্তম্ভে ফুল দিয়ে বিএনপির নেতারা কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে যাত্রা করলে বাধা দেয় পুলিশ।

চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কাউকে সেখানে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। এমন অবস্থায় বিএনপি নগরীর পলোগ্রাউন্ডে সমাবেশ করবে বলে জানা গেছে।

জানা গেছে, নগরীর ২ নম্বর গেটে পুলিশের বাধার মুখে পড়লে গাড়ি থেকে নেমে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বাগ্‌বিতণ্ডা হয়। তবে, পথ ছাড়েনি পুলিশ।

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, ‘কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই, সেখানে শ্রদ্ধা জানানোর জন্য যেতে চেয়েছিলেন বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। কিন্তু, পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘বিএনপির নির্ধারিত কর্মসূচি ছিল বিপ্লব উদ্যানে ফুল দেওয়া। তারা সেটি দিয়েছে। এরপর তাদের আরেকটি নির্ধারিত কর্মসূচি হচ্ছে পলোগ্রাউন্ডে সমাবেশ। কিন্তু, তারা বিপ্লব উদ্যানে ফুল দিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিল। কিন্তু, সেটির জন্য অনুমতি নেই।’

ওসি জাহিদুল বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কালুরঘাটে না যেতে দিয়ে তাদের (বিএনপি) নির্ধারিত কর্মসূচিতে যেতে বলা হয়েছে।’

Comments are closed.