ক্রিমিয়ায় হামলায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস

0 ১৯০
ছবি : রয়টার্স

ক্রিমিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র বহরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২০ মার্চ) কৃষ্ণসাগর পাড়ে রাশিয়ার দখলকৃত উপদ্বীপ ক্রিমিয়ার ঝানকোই শহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।

তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি স্পষ্ট নয়। হামলার খবর জানালেও ইউক্রেন কর্তৃপক্ষ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে দেশটির দাবি, ক্ষেপণাস্ত্রগুলো কৃষ্ণ সাগরে মোতায়েনকৃত রুশ নৌবহরে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

হামলার বিষয়টি নিশ্চিত করে রাশিয়া নিযুক্ত শহরটির প্রধান সের্গেই আসকিওনভ জানান, রাশিয়ার তৈরি কালিবার ক্ষেপণাস্ত্রের একটি চালান নিয়ে যাওয়ার সময় ট্রেনে ড্রোন হামলা চালানো হয়। এ সময় বিস্ফোরণে একজন আহত হয়। এছাড়া দুটি স্থাপনা বিধ্বস্ত হয়। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর সেখানে রুশ কোনো অস্ত্র বহরে এটিই সবচে বড় হামলা বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার সবচে গুরুত্বপূর্ণ দুটি বিমানঘাঁটির একটি এই ঝানকোই শহরে অবস্থিত। এছাড়া দক্ষিণ ইউক্রেনে সমরাস্ত্র পরিবহনে  রাশিয়ার একটি প্রধান রেল ও সড়ক যোগাযোগমাধ্যমও রয়েছে ঝানকোই।

Leave A Reply

Your email address will not be published.