চীনে বন্যায় প্রাণ গেল ১৫ জনের

0 ১৫৫
ছবি: সংগৃহীত

চীনে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও চারজন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (৫ জুলাই) চীনা গণমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং পৌরসভায় গত সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়। এতে আকস্মিক বন্যা দেখা দেয়। বৃষ্টি এখনও চলমান থাকায় পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

এদিকে জনগণের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং।

তিনি বলেন, বন্যা মোকাবিলায় সব স্তরের কর্মকর্তাদের কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। সব ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে।

Leave A Reply

Your email address will not be published.