দুই মেন্ডিসকে ফিরিয়ে স্বস্তিতে বাংলাদেশ

0 ৬৭
ছবি : এএফপি

ইনিংসের শুরুটা মোটেই ভালো হয়নি শ্রীলঙ্কার। স্কোরবোর্ডে এক রান তুলতেই হারায় উইকেট। অবশ্য শুরুর হোঁচট সামলে বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে সফরকারীরা।

দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস মিলে জুটি গড়ে তোলেন। সেই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন সৌম্য সরকার। ২২ বলে ৩৬ রান করে বিপজ্জনক হয়ে ওঠা কুশলকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন এই অলরাউন্ডার। পরের ওভারেই আঘাত হানেন রিশাদ হোসেন। ক্রিজে থিতু হয়ে যাওয়া কামিন্দুকে রানআউটের ফাঁদে ফেলে বিদায় করে বাংলাদেশ। ২৭ বলে ৩৭ রান আসে কামিন্দুর ব্যাট থেকে।

এর আগে কামিন্দুর সঙ্গে তিনিই এগিয়ে নিচ্ছিলেন শ্রীলঙ্কাকে। প্রথম তিন ওভারে স্রেফ ৮ রানের পরের তিন ওভারে দুজন নিলেন ৪১ রান। মোট পাওয়ার প্লেতে ১ উইকেটে লঙ্কানরা নিয়েছে ৪৯ রান।

আগের ম্যাচের মতো আজও প্রথম ওভারে সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। এবার অবশ্য, প্রথম মেডেন দিয়ে শুরু করেন শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারেই এসে যায় উইকেট। সেটা ধরা দেয় তাসকিন আহমেদের বলে। আবিস্কা ফার্নান্দোকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে মাঠছাড়া করেন ডানহাতি পেসার।

দলীয় এক রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। রানের খাতাও খুলতে পারেননি আবিস্কা।

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে অল্পের জন্য পাওয়া হয়নি জয়। পাহাড়সম রান তাড়ায় বাংলাদেশ অবশ্য দিয়েছে সাহসিকতার পরিচয়। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে আজ বুধবার (৬ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ভরসা রেখেছে সেই ১১ জনের ওপর। যাদের নিয়ে আজ লড়াইটা সিরিজ বাঁচানোর।

Leave A Reply

Your email address will not be published.