দেশের প্রতি মুস্তাফিজের দায়বদ্ধতা নিয়ে মুখ খুললেন শান্ত

0 ৫৬
নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমানের ছবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

দীর্ঘদিন আইপিএলে খেলছেন মুস্তাফিজুর রহমান। অন্যান্য আসরের তুলনায় চলতি আসরে দারুণ খেলছেন তিনি। ইতোমধ্যে পাঁচ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১০ উইকেট। প্রথম ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। মহেন্দ্র সিং ধোনির ছোঁয়ায় চেন্নাই সুপার কিংসে অন্যরকম এক ফিজকেই দেখছে সবাই, যিনি ভীষণ সিরিয়াস।

ফুটবলে নিয়মিতই আলোচনা হয় একটি বিষয় নিয়ে। খেলোয়াড়রা দেশের চাইতে ক্লাবের হয়ে বেশি ভালো খেলেন। সিরিয়াসনেসও থাকে তুলনামূলক বেশি। মুস্তাফিজকে নিয়ে এবার বাতাসে একই কথা ভেসে বেড়াচ্ছে। তিনি দেশের চেয়ে আইপিএলে মনোযোগ বেশি।

কাটার মাস্টার মুস্তাফিজ সম্পর্কে এমন কথা মানতে নারাজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক অনুষ্ঠানে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) শান্ত জানান, আইপিএল নয় বরং দেশের খেলাতেই ফিজ বেশি সিরিয়াস। হয়তো দেশের খেলা বলে সেটি বোঝা যায় না।

শান্ত বলেন, ‘অনেকেই বলছে মুস্তাফিজ আইপিএলে খুব সিরিয়াসভাবে খেলছে। আসলে সে একটা লিগে অংশ নিয়েছে। সেখানে তার কিছু দায়বদ্ধতা আছে। সেসব দেখাতে হয়। সে যখন দেশের হয়ে খেলে তখন প্রতিটা বলেই ভাবে কীভাবে অবদান রাখা যায়। দেশের ম্যাচ হওয়াতে সেটি হয়তো দেখা যায় না। তবে, সে তার কাজটা সবসময় ঠিকঠাকই করে।’

Leave A Reply

Your email address will not be published.