নাটোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

0 ৩৭

নাটোর প্রতিনিধি: “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ ” স্লোগান নিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার কালেক্টরেট ভবনের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নাটোর জেলার বিভিন্ন নারী সংগঠন অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবসের উপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে আলোচনা সভায় জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পাঁচ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.