নাটোরে যুবলীগ নেতার কব্জি কেটে ফেলার ঘটনায় ৩০ জনের নামে মামলা, গ্রেফতার-৫

0 ৭৬

নাটোর প্রতিনিধি: নাটোরে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলী কুপিয়ে হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ ৩০ জনের নামে ও অজ্ঞাত আরো ১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গতরাতে নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেন আহত মিঠুনের ছোট ভাই স্বপ্ন বাদশা। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, গত রবিবার রাতে শহরের বলারিপাড়া এলাকায় পৌর ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীকে বেশ কয়েকজন সন্ত্রাসী এলোপাথারী কুপিয়ে আহত করে। এ সময় সন্ত্রাসীরা মিঠুনের ডান হাতের কব্জি কেটে ফেলে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয় মিঠুনের সমর্থক আরও তিনজন।

আহত যুবলীগ নেতা মিঠুন আলী বর্তমানে ঢাকার লালমাটিয়ায় সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মিঠুনের ছোট ভাই স্বপ্ন বাদশা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ বেশ কয়েকজন জেলা আওয়ামীলীগ নেতার নাম রয়েছে। এরপর পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারবুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গতকাল রবিবার রাতে শহরের বলারীপাড়ায় ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয় প্রতিপক্ষরা। এ সময় মিঠুনকে বাঁচাতে মিঠুন আলীর সমর্থকরা এগিয়ে গেলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তিন যুবলীগ কর্মিও আহত হয়।

Leave A Reply

Your email address will not be published.