মহাদেবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0 ৬৯

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে গতকাল মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা আ’লীগের সদস্য অজিত কুমার মন্ডল।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সফল মৎস্যচাষী খাজা আব্দুর রউফ, মো. শহিদুল ইসলাম, মৎস্য আড়ৎদার শমসের আলম প্রমূখ। মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় তিন ক্যাটাগরীতে সফল মৎস্যচাষী হিসেবে খাজা আব্দুর রউফ, মো. লুৎফর রহমান ও আল বিরুনীকে পুরস্কার প্রদান করা হয়। এর আগে একটি র‌্যালী উপজেলা চত্তরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে অতিথিরা উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

 

Leave A Reply

Your email address will not be published.