পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর বাম্পার ফলন হয়েছে

0 ৩৭০

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা: বৈরি আবহাওয়ার ও ইট ভাটার দুষুনের পরও পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর ফলন ভাল হয়েছে।বোরোর আশানারূপ ফলন থেকে ভাল বীজ পাওয়া যাবে বলে খামার কর্তৃপক্ষ আশাবাদী।মৈীল বীজ থেকে ভিত্তি বীজ তৈরি করা হবে। খামারের বোরো ধান পাঁকা শুরু হয়েছে ও কর্তন চলছে।

খামার সূত্রে জানাগেছে, চলতি বোর মৌসুমে খামারে ৫১ একর জমিতে ধানের আবাদ হয়েছে । এর মধ্যে ব্রি ধান- ৫০, ২০ একর ও বিনা ধান-১০,৩১ একর জমিতে ধানের আবাদ করা হয়েছে।ধানের ফুল ধরার সময় ৫ এপ্রিল ঝড় ও ইট ভাটার ধোয়া-ছাইয়ের দূষনে১০ একর বিনা ধানের ক্ষতি হয়েছে।

 

এ প্রতিকুল আবহাওয়া পরও বোরোর আবাদ ভাল হয়েছে।আবার লবণাক্ত এলাকায় এ খামারের অবস্থান হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়। প্রতিকুল আবহাওয়া পরও সর্বক্ষনিক তদারকি করায় বোরোর ফলন ভাল হয়েছে। খামারের ধান পাকা শুরু হয়েছেও পাকা ধান কর্তন চলছে।

 

বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মো:হারুন জানান,ধানের ফুল ধরার সময় ৫ এপ্রিল ঝড় ও ইট ভাটার ধোয়ার কারণে ১০একর বিনা ধানের ক্ষতি হয়েছে। এর—পরও খামারের উৎপাদিত বোরোর ফলন থেকে বীজ তৈরীর লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.