পাবনায় ১০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

0 ৬৪
পাবনা প্রতিনিধি : দেশী প্রজাতের মাছ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ শিকারের ভয়ঙ্কর হাতিয়ার অবৈধ চায়না দুয়ারী ও নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন।
উপজেলার বিলচলন খলিশাগারী বিলে, বোয়ালমারী বিলে ও ডাকাতের ভিটা এলাকার বিলে অভিযান চালিয়ে ২০০ পিচ চায়না দুয়ারী জাল ও ১ লক্ষ মিটার কারেন্ট জাল সব মিলিয়ে ১০ লক্ষাধিক টাকা মূল্যমানের জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সহকারী প্রোগ্রাামার আব্দুল্লাহ আল নোমান ও চাটমোহর থানা পুলিশের সদস্য এসময়  উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন জানান, ১৯৫০ সালের মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলার ৩ টি ইউনিয়নের ৩ টি বিলে
অভিযান চালিয়ে ১০ লক্ষাধীক টাকা সমমূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান এ অভিযান অব্যাহত থাকেবে।

Leave A Reply

Your email address will not be published.