বাঘায় নবান্ন উৎসবে ধান কাটার উদ্বোধন

0 ৮১

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় নবান্ন উৎসবে ধান কাটার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর বিলে ধান কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বাঘা শাখার ডিজিএম সুবির কুমার দত্ত,

আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এমরান আলী প্রমুখ। এতে পিঠা উৎসবও অনুষ্টিত হয়েছে। উপজেলা ১ হাজার ৯৯৩ হেক্টর জমিতে লক্ষ্য মাত্রা ধরা হয়। কিন্তু চাষ হয়েছে ২ হাজার ১২৪ হেক্টর জমিতে।

Leave A Reply

Your email address will not be published.