বিশ্বকাপ বাছাই প্রস্তুতি নিতে সৌদিতে ক্যাম্প করবে বাংলাদেশ

0 ৭৩
বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। ছবি : বাফুফে

বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় লেবাননের বিপক্ষে ভালো খেলেও ড্র করতে হয়েছিল বাংলাদেশকে। বিরতি দিয়ে আবারও বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোর জন্য প্রস্তুত হচ্ছে ফুটবলাররা। ২১ ও ২৬ মার্চ এবার ফিলিস্তিনের বিপক্ষে লড়াই। সেই লড়াইয়ের আগে সৌদি আরবে আবাসিক ক্যাম্প করতে যাচ্ছে জিকো-মোরসালিনরা।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিশ্বকাপ বাছাই ফুটবলে বাংলাদেশের সামনের ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। আগামী ২১ মার্চ ঢাকায় ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচ হওয়ার কথা ছিল। তা এখন বদলে বাংলাদেশই একই তারিখে অ্যাওয়ে ম্যাচ খেলবে। কুয়েতে সেদিন খেলে এরপর ঢাকায় এসে ২৬ মার্চ কিংস অ্যারেনাতে হোম ম্যাচ খেলবে লাল-সবুজ দল। দুটি ম্যাচকে সামনে রেখে ১৫ দিনের জন্য সৌদি আরবে আবাসিক ক্যাম্প করতে যাচ্ছে হাভিয়ের কাবরেরার দল।

সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘মার্চে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে। এর আগে লেবানন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছি। এর জন্য সৌদি আরবে ক্যাম্প হবে। ফিলিস্তিন অনুরোধ করায় আগে কুয়েতে খেলা হবে। আমরাও সৌদি আরবে অনুশীলন করে সেখানে খেলতে যাব। আমাদের জন্যও সুবিধা হয়েছে। আবহাওয়াসহ সব কিছুর সঙ্গে দল আগেই মানিয়ে নিতে পারবে।’

এদিকে, ২৪ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পরপরই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করবেন কাবরেরা। ফিলিস্তিন ম্যাচে বাংলাদেশ দলে নতুন মুখ দেখারও আভাসও মিলেছে স্প্যানিশ কোচের বক্তব্য থেকে।

Leave A Reply

Your email address will not be published.