মমতার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত

0 ২৪৯
সোমবার শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যেরা। ছবি : সংগৃহীত

বিডি সংবাদ টোয়েন্টিফোর: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যেরা শপথ নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ৪৩ জন মন্ত্রী আজ সোমবার শপথ নিয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার কারণে এদিন ভার্চুয়ালি শপথ নেন অমিত মিত্র, ব্রাত্য বসু ও রথীন ঘোষ।

সীমিতসংখ্যক অতিথিদের উপস্থিতিতে অল্প সময়ের মধ্যেই শেষ হয় শপথগ্রহণ অনুষ্ঠান। এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে শপথ নেন তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভার সদস্যেরা।

 

এবার মন্ত্রিসভায় যোগ হয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। মন্ত্রীর তালিকায় রয়েছেন ২৪ জন পূর্ণমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এ ছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন ১০ জন।

 

মমতার মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী হিসেবে থাকছেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিম চন্দ্র হাজরা, মানস ভুইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরুপ রায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিনহা, শোভনদের চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, শশী পাঁজা, গুলাম রব্বানি, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী।

 

এ ছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা হলেন বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবির, আখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যা রানি টুডু, বুলু বারিক ও সুজিত বসু।

 

মমতার মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন, দিলীপ মণ্ডল, শিউলি সাহা, আখরুজ্জামান, শ্রীকান্ত মাহাতো, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাসদা, জ্যোস্না মান্দি, পরেশ চন্দ্র অধিকারী ও মনোজ তিওয়ারি।

 

Leave A Reply

Your email address will not be published.