মাস্টার মাইন্ডদের যেকোনো সময় গ্রেফতার- স্বরাষ্ট্রমন্ত্রী

0 ৮০৮

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় চিহ্নিত মাস্টার মাইন্ডদের যেকোনো সময় গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রকাশনা’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘গুলশান হামলার সঙ্গে কারা জড়িত, এর মাস্টার মাইন্ড কে, কারা বাইরে থেকে ইন্দন দিয়েছে; তাদের তথ‌্য আমাদের গুয়েন্দা বাহিনীর সদস‌্যরা সংগ্রহ করছে। আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমরা নিশ্চিত, যেকোনো সময় চিহ্নিত এই সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে। এটা আমরা বিশ্বাস করি।’
তিনি আরও বলেন, ‘শুধু গুলশানের হামলা নয়, এ ধরনের জঙ্গিরা দেশের বিভিন্ন স্থানে যে সকল হামলা পরিচালনা করেছে, তার সঙ্গে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে তথ‌্য পাওয়া যাচ্ছে। যাদের ধরা হচ্ছে তারা এক সময় জামায়াতে ইসলাম কিংবা কোনো নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠির সঙ্গে জড়িত ছিল। আর এর সঙ্গে অবশ‌্যই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি আবার একত্রিত হচ্ছে। আমাদের গোয়েন্দা বাহিনীর সদস‌্যরা জঙ্গি সন্ত্রাসী তথ‌্য নিতে যতই সামনের দিকে এগুচ্ছে, ততই সেই একাত্তরের পরাজিত শক্তির হাত রয়েছে তার প্রমাণ মিলছে।
ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মিজানুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইফুজ্জামান শিখর, আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বক্তব্য রাখেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘গুলশান হামলার আগে এ বিষয়ে সব ধরনের গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল। গোয়েন্দা তথ্য ছিল, গুলশান এলাকায় কিছু একটা ঘটতে পারে। এ কারণে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল। এর পেছনে কারা, কারা এদের মদদ দিয়েছে, তা আমাদের জানা আছে।’
প্রসঙ্গত, এক সপ্তাহের ব্যবধানে গুলাশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ও ঈদুল ফিতরে শোলাকিয়ার মাঠে হামলা চালায় জঙ্গিরা। এতে গুলশানে বিদেশি নাগরীকসহ ২২ জন নিহত হয়। পরে সেনাবাহিনীর অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয় জনের মৃত্যু হয়। অপরপক্ষে শোলাকিয়ায় এক পুলিশ ও জঙ্গিসহ তিনজন নিহত হয়। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.