‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৯২
‘মেইড ইন বাংলাদেশ সপ্তাহ ২০২২’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রদর্শনী ‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এ প্রদর্শনীর আয়োজন করে।

আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে (বিআইসিসি) এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়। সপ্তাহব্যাপী প্রদর্শনীতে বিদেশি ক্রেতারা অংশ নেবেন উল্লেখ করে বিজিএমইএ নেতারা বলেন, বাংলাদেশকে ব্রান্ডিং করার পাশাপাশি বাংলাদেশের পোশাক খাত সম্পর্কে ক্রেতাদের স্বচ্ছ ধারণা দিতে এ আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিজিএমইএ’র ইনোভেশন সেন্টার উদ্বোধনের মাধ্যমে শেষ হবে ‘মেইড ইন বাংলাদেশ উইক’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুবকদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। রপ্তানি উন্নয়ন তহবিল তৈরি করা হয়েছে। করোনা মোকাবিলায় পোশাকশিল্পে আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার।’

Comments are closed.