মেসির দেওয়া উপহার কেন বিক্রি করলেন নেইমার?

0 ৮৫
নেইমার ও মেসি । ছবি : এএফপি

মেসি-নেইমারের বন্ধুত্বের গল্প পুরো বিশ্বই জানে। দুই তারকা সাবেক ক্লাব বার্সেলোনায় এক সঙ্গে চার বছর কাটিয়েছেন। সেখানে দুজনের মাঝে গড়ে ওঠে বন্ধুত্ব। এরপর পিএসজিতে সময়ের সাথে তাদের সেই বন্ধুত্ব আরও দৃঢ হয়। তবে সেই নেইমারই নাকি মেসির দেওয়া উপহার বিক্রি করেছেন, কিন্তু কেন?

গতকাল সোমবার (২৬ জুন) ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের প্রতিবেদন অনুযায়ী, পিএসজিতে খেলা নিজের শেষ ম্যাচের আগে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি মেসি ও সার্জিও রামোসকে বিশেষ স্মারক উপহার দেন। মেসি পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরে খেলেছেন। এই জার্সি নম্বরকে সোনালি রঙে ভাস্কর্য বানিয়ে মেসির হাতে তুলে দেন ফরাসি ক্লাবটির সভাপতি। রামোসও একই রকম উপহার পান নাসের আল খেলাইফির কাছ থেকে। পিএসজি ছাড়ার আগে ক্লাবটিতে ৪ নম্বর জার্সি পরে খেলেছেন।

যদিও মেসি পিএসজি সভাপতির সে উপহার নিজের কাছে রাখেননি। সতীর্থ নেইমারের হাতে উপহারটি তুলে দেন। ব্রাজিলিয়ান তারকা সেই উপহার দারুণভাবে কাজে লাগিয়েছেন। ব্রাজিলে নেইমারের নিজের নামে ফাউন্ডেশন আছে। সেই ফাউন্ডেশনে সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করেন। মেসির দেওয়া সেই উপহার এ জন্যই নিলামে তোলেন নেইমার।

নেইমারের এমন চেষ্টা অবশ্য বৃথা যায়নি। বেশ ভালো দামেই বিক্রি হয় স্মারকটি। ১ লাখ ৫৮ হাজার ইউরোয় (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা) এই ভাস্কর্য কিনে নেন ব্রাজিলের সংবাদকর্মী, ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো।

Leave A Reply

Your email address will not be published.