রাবির ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আবিদ, সম্পাদক অভি

0 ৯৫

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আবিদ হাসানকে সভাপতি ও সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী কামরুল হাসান অভিকে সাধারণ সম্পাদক করা হয়।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. এনায়েত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন। ২২ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি জুলিয়া আক্তার মিশু, ইয়ামিন হোসাইন আরিফ, তীর্ণ পাল; যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিল, কোষাধ্যক্ষ মোঃ মমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নকিবুল ইসলাম, মোঃ ইউসুফ শরিফ, দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান।

প্রকাশনা সম্পাদক অরিন্দম গোলদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক ছাত্রী বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম, জেবুন জাহান নাশিতা; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ কাওসার আহাম্মেদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম। এছাড়াও কার্যনিবাহী সদস্য মেহেদি হাসান, জুলকারনাইন, তানজিম, বিজয় বি কৃষ্ণ দাস। উল্লেখ্য, বর্তমান কমিটি সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কমিটি হিসেবে বিবেচিত হবে।

Leave A Reply

Your email address will not be published.