লিবিয়া উপকূলে জাহাজডুবি: নিখোঁজ ৭৩ অভিবাসন প্রত্যাশী

0 ২২১

লিবিয়িা উপকূলে ইউরোপের অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন ৭৩ জন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ সবাই মারা গেছেন। এ ঘটনায় সাতজন বেঁচে গিয়েছেন। ভয়ানক পরিস্থিতিতে তারা উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছে। তাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) লিবিয়া উপকূলেএ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বুধবার জানিয়েছে, মঙ্গলবার লিবিয়া উপকূলে একটি জাহাজডুবির ঘটনায় কমপক্ষে ৭৩ জন অভিবাসী নিখোঁজ রয়েছেন। তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ১১ লাশ উদ্ধার করেছে লিবিয় কর্তৃপক্ষ।
আইওএমের তথ্য মতে, ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৮২১ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী ভূমধ্যসাগর থেকে নিখোঁজ হয়েছে।

এই মাসের শুরুতে লিবিয়া ও ইতালির মাঝে একটি বিতর্কিত অভিবাসন চুক্তি স্বাক্ষরিত হয়। এটি তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে। মানবাধিকার গোষ্ঠীগুলোর ধারণা, এই চুক্তির ফলে ইতালি ও ইউরোপীয় ইউনিয়ন মানবতাবিরোধী অপরাধে জড়িত হতে পারে। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সতর্ক করে বলেছে, লিবিয় কোস্টগার্ডের সহায়তায় হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে জোর করে ফেরানো তাদের মানবাধিকারকে লঙ্ঘন করে। এতে করে অপরাধে জড়িয়ে পড়বে ইতালি ও ইইউ।

Leave A Reply

Your email address will not be published.