স্মার্ট অর্থনীতি শক্তিশালী করবে স্মার্ট বাংলাদেশকে- খাদ্যমন্ত্রী

0 ১৩২
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: স্মার্ট অর্থনীতি স্মার্ট বাংলাদেশকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার সকালে কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ১৪শ ৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং ৭০ জন কৃষকের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন তখন অনেকেই হাসাহাসি করেছিলেন। কিন্তু এখন ডিজিটাল পদ্ধতিতে সকল কাজ সম্পাদন হচ্ছে। প্রধানমন্ত্রী এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন।
মন্ত্রী আরও বলেন, এদেশে বিএনপির সময় সারের জন্য কৃষকে গুলি খেয়ে মরতে হয়েছে। সরকার কৃষকের কথা চিন্তা করে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করছে। এসব প্রণোদনা বীজ ও রাসায়নিক সার সঠিকভাবে কাজে লাগিয়ে অর্থনীতিকে আরও চাঙা করতে কৃষকদের কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান।
আলোচনা সভা শেষে উপজেলার ৮ ইউনিয়ন থেকে আসা কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.