হঠাৎ হাসপাতালে কেন সালমান খান?

0 ৪০১
মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে দেখা মিলল সালমান খানের। ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে আজ বিকেলে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন সুপারস্টার সালমান খান। ক্যাজুয়াল পোশাক পরে এ অভিনেতাকে হাসপাতালে পৌঁছাতে দেখা যায়। তবে ঠিক কী কারণে হাসপাতালে গিয়েছেন তিনি, তা এখনও জানা যায়নি।

হিন্দুস্তান টাইমস ও বলিউড বাবলের খবর, বুধবার বিকেলে লীলাবতি হাসপাতালে প্রবেশ করতে দেখা যায় সালমান খানকে। হাসপাতাল চত্বরে এ সুপারস্টার ও তাঁর নিরাপত্তা প্রহরীরা ছিলেন।

 

ভক্তরা মনে করছেন, কোভিড ভ্যাকসিন নিতে সালমান খান হাসপাতালে গিয়েছেন। কিন্তু ভারত সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী, কেবল ষাটোর্ধ্ব ব্যক্তিরাই ভ্যাকসিন নিতে পারবেন। অবশ্য সম্প্রতি ভারত সরকার ঘোষণা দিয়েছে, ১ এপ্রিল থেকে ৪৫ বছরের ওপরের বয়সীরা করোনার টিকা নিতে পারবেন।

 

অন্তর্জালে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, ধূসর টি-শার্ট ও কালো ডেনিম পরে হাসপাতালে প্রবেশ করছেন সালমান খান। কোভিড-১৯ নির্দেশনা অনুযায়ী তিনি মাস্ক পরা ছিলেন। পাপারাজ্জিদের কোনো বাধা দেননি সালমান এবং সরাসরি ভবনে প্রবেশ করেন। কর্মীরা যখন ভিড় সামলাচ্ছিলেন, তখন দূরত্ব বজায় রেখেছিলেন সালমান। সালমানের হাসপাতাল পরিদর্শনের কারণ এখনও অজানা।

ঈদ উপলক্ষে আগামী ১৩ মে মুক্তি পাবে সালমান খানের ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমা। সালমান খান ফিল্মস, সোহেল খান প্রোডাকশনস এবং রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা।

 

গেল বছরের ঈদে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। সিনেমাটিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, জরিনা ওয়াহাব, রণদীপ হুদাসহ অনেককে। এ ছাড়া সালমান খান কিছুদিনের মধ্যে ‘টাইগার থ্রি’ সিনেমার শুট করবেন।

 

Leave A Reply

Your email address will not be published.