হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পাপনের

0 ৯৯
চন্ডিকা হাথুরুসিংহে ও নাজমুল হাসান পাপন। ছবি : বিসিবি

সম্প্রতি এক সাক্ষাৎকারে চলমান বিপিএল নিয়ে কড়া সমালোচনা করেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে তিনি বিপিএলকে উল্লেখ করেন সার্কাসের সঙ্গে। এ ছাড়া দেশের ক্রিকেটের সেরা এ ফ্র্যাঞ্চাইজি লিগটির মান নিয়েও প্রশ্ন তোলেন এই লঙ্কান কোচ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এই বিষয়ে গণমাধ্যমে পাপন বলেন,  ‘প্রথম কথা যেটা আপনাদের বলা দরকার, আমি এটা এখন পর্যন্ত দেখিনি। দ্বিতীয় কথা, একটা জিনিস স্পষ্ট, একটা টুর্নামেন্ট চলাকালে এমন কথা কারও পক্ষেই বলা সম্ভব না, পূর্ব অনুমতি ছাড়া। বিশেষ করে এই ধরনের জায়গায় যারা আছেন, কোচ, সিলেক্টর বা খেলোয়াড়, তাদের সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি আছে যে তারা মিডিয়াতে কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।’

পাপন আরও বলেন, ‘প্রথমে দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কিনা যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেইই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।’

এর আগে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাস’।

Leave A Reply

Your email address will not be published.