পাক-আফগান বাণিজ্য বেড়েছে, ভারতের কার্গো বন্ধ

১৮৫
বুধবার পাকিস্তানের চমন সীমান্তে আফগানিস্তান থেকে আসা রসুনের বস্তা ট্রাকে উঠাচ্ছেন শ্রমিকেরা। ছবি : সংগৃহীত

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে দেশটির বাণিজ্য বেড়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ কথা জানিয়েছে।

গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর হঠাৎ করে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আমদানি-রপ্তানি বেড়ে গেছে। পাকিস্তানের পশ্চিমাঞ্চলের তুর্খাম, চেমন, খারলাচি ও গুলাম খান সীমান্ত হয়ে আফগানিস্তানে যাতায়াত করা পণ্যবাহী কার্গোর সংখ্যা বেড়েছে।

অন্যদিকে বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তানে সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ভারতের সঙ্গে গত রোববার (১৫ আগস্ট) তালেবানের ক্ষমতা দখলের দিন থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

 

পাকিস্তানের ট্রানজিট নিয়ে ভারতীয় পণ্যবাহী কার্গো যাওয়া আসা বন্ধ রয়েছে বলে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) বরাত দিয়ে জানায় বিবিসি।

তালেবানের কাবুল দখলের দিন পাক-আফগান সীমান্ত হয়ে ইতিহাসের সর্বনিম্ন মাত্র ৪৭৫টি পণ্যবাহী ট্রাক পারাপার হয়।

এ ছাড়া জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যখন পাকিস্তানে বেলুচিস্তানের চমন সীমান্তের নিকটবর্তী আফগান জেলা স্পিন বলদাক তালেবানের দখলে চলে যায়, সেখান দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় বন্ধই হয়ে যায়।

Comments are closed.