কুড়ি বছর আগের ‘সেই বাংলাদেশ’কে আমন্ত্রণ জানাবেন দাদা!

স্পোর্টস ডেস্ক: সময়টা ২০০০ সাল। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের হয়ে টেস্ট দলের অধিনায়ক হিসেবে অভিষেক হয় সৌরভ গাঙ্গুলির। অন্য দিকে টেস্ট ক্রিকেটের আঙ্গিনায় পথচলা শুরু করেন বাংলাদেশের পুরো দল। আইসিসির স্বীকৃতি পাওয়ার পরে সেটাই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট।

ঐতিহাসিক সেই টেস্ট ক্রিকেটাররা এখন অতীত। সৌরভ এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। অন্য দিকে বাংলাদেশের তখনকার অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় বিসিবির পরিচালক।

এদিকে আবার তার আমলেই ইডেনে প্রথম টেস্ট-দ্বৈরথ ভারত ও বাংলাদেশের। ইডেনে দু’দেশের প্রথম টেস্ট-সাক্ষাৎকে তাই স্মরণীয় করে রাখতে চায় সৌরভ।

এ বিষয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশের বোর্ডের সঙ্গে কথা বলব। যারা ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে খেলেছিলেন, সেই দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে সিএবির। বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাব। অনুরোধ করব, ওই দলের সদস্যদের যেন টেস্টের প্রথম দিন আসার অনুমতি দেওয়া হয়।’

২০০০ সালের টেস্টের দুই দল

ভারত: 
সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), সৈয়দ সাবা করিম (উইকেটকিপার), রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, শিবসুন্দর দাস, এস রমেশ, মুরলী কার্তিক, সুনীল জোশী, অজিত আগরকর, জাভাগল শ্রীনাথ ও  জাহির খান।

বাংলাদেশ: 
নইমুর রহমান দুর্জয় (অধিনায়ক), খালেদ মাসুদ পাইলট (উইকেটকিপার), শাহরিয়র হোসেন, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার সুমন, আমিনুল ইসলাম বুলবুল, আল শাহরিয়র, আকরাম খান, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত ও রঞ্জন দাস।

Comments (০)
Add Comment