হেরেও সেমিতে পিএসজি

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে উঠেছে পিএসজি। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে হেরেও সেমি-ফাইনালে উঠেছে পিএসজি। গতকাল মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে নেইমারের দল। তারপরও শেষ চারে জায়গা করে নিয়েছে তারা।

অবশ্য আসরের প্রথম লেগে ৩-২ গোলে জিতেছিল পিএসজি। তাই দুই লেগ মিলে স্কোরলাইন হয়েছে ৩-৩। তবে অ্যাওয়ে গোলের সুবাদে শেষ চারে উঠেছে পিএসজি।

 

সেমিতে খেলতে হলে অন্তত দুই গোলে জিততে হতো বায়ার্নকে। কিন্তু তারা তা পারেনি।

 

ম্যাচের শুরুতে বেশ আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে পিএসজি। কিলিয়ান এমবাপ্পে ও নেইমার দুজনে মিলে প্রতিপক্ষের রক্ষণভাগকে তটস্থ করে রাখে। বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি একটিও।

 

ম্যাচের ৪০ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। লক্ষ্যভেদ করেন চুপো মোটিং। প্রথমে দাভিদ আলাবার শট রুখে দেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। সোযোগো গোলটি করেন ক্যামেরুনের ফরোয়ার্ড। পরে ব্যবধান বাড়ানোর আরও কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা।

 

সেমিতে পিএসজির প্রতিপক্ষ হতে পারে ম্যানচেস্টার সিটি অথবা বরুশিয়া ডর্টমুন্ড।

 

Comments (০)
Add Comment