অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে হিজড়ারা

স্টাফ করেসপন্ডেন্ট: কোভিড-১৯ এর প্রভাবে দেশজুড়ে দুর্যোগকালীন সময়ে দেশের খেটে খাওয়া নিম্নবিত্তের গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা।

গতকাল বুধবার তাদের উদ্যোগ ও প্রচেষ্টায় অসহায় বস্তিবাসী পরিবারের মাঝে খাদ্যসামগী দেয়া হয়।

রাজধানীর কমলাপুর টিটি পাড়া বস্তি এলাকার প্রায় শতাধিক পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দেয় তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠী। সহায়তার মধ্যে প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু এবং সাবান।

ত্রাণসামগ্রী বিতরণকালে বৃহন্নলা সম্প্রদায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ উপস্থিত ছিলেন ৪ জন হিজড়া সদস্য।

দেশের এই কঠিন পরিস্থিতে অন্যান্য সংগঠনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাওয়া বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠন ‘বৃহন্নলা’। বৃহন্নলা’র এ উদ্যোগে অর্থ সহায়তা প্রদাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক-বর্তমান শিক্ষার্থীসহ অনেকেই।

দেশের এমন দুর্যোগে সমাজের সদা বঞ্চিত হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মানবসেবার এ কার্যক্রমকে প্রশংসার চোখে দেখছেন সচেতন সমাজ।

Comments (০)
Add Comment