মাস্কের দাম বেশি নেয়ায় ৩ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: করোনা ভাইরাসে আতঙ্কের সুযোগ নিয়ে বাড়তি মূল্যে ফেস মাস্ক বিক্রির অভিযোগে রাজধানীর গুলশান এলাকায় ৩ ফার্মেসিকে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জাব্বার মণ্ডল।

অভিযানে গুলশান এলাকার আলমদিনা ফার্মেসিকে ২০ হাজার টাকা, ইউনাইটেড ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং ইসলাম ফার্মাকে ২০ হাজার টাকাসহ ৩ ফার্মেসিকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে আব্দুল জাব্বার মণ্ডল ব্রেকিংনিউজকে বলেন, জাতির এ ক্রান্তিকালে অনৈতিকভাবে কৃত্রিম সংকট তৈরি করে মাস্কের দাম বেশি নেয়া আইনগত দণ্ডনীয়। এ অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর কয়েকটি জায়গায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকটকারীদের ধরতে অভিযান চলছে। যারাই অনৈতিক উপায় পণ্যের দাম বেশি নেবে তাদের কঠোর শাস্তি দেয়া হবে।

জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আব্দুল জাব্বার মণ্ডল।

Comments (০)
Add Comment