চিলিতে ভয়াবহ দাবানল: ২৩ জনের মৃত্যু

0 ২২১

দাবানল আরও ছড়িয়ে পড়েছে চিলিতে। পরিস্থিতি অবনতির দিকে গেলে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এখন পর্যন্ত দাবানলে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ৯শ ছাড়িয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিস্থিতিতে ১ হাজারের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।

শনিবার নতুন করে আরও ১৬ জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গোলার্ধের কোনও কোনও অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দাবানলে এ পর্যন্ত অন্তত ৪৪ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। দমকল বাহিনী ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে গেলেও পরিস্থিতিকে গুরুতর বর্ণনা করেছেন চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা। অতিরিক্ত সেনা ও দুর্যোগ ব্যবস্থার লোকজনকে মাঠে নামানো হয়েছে।

এমন দাবানল নিয়ন্ত্রণে স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল এবং ভেনেজুয়েলার কাছ থেকে সহায়তার প্রস্তাব এসেছে। সূত্র: দ্য গার্ডিয়ান

Leave A Reply

Your email address will not be published.