চাটমোহরে নির্মাণাধীন ভূমি অফিসের একাংশে ধ্বস

0 ২৯৭

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে নির্মাণাধীন ডিবিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের একাংশে ধ্বসে পড়েছে। উক্ত ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণাধীন ভবনের গাড়ি বারান্দা ধ্বসে পড়েছে। তবে এ ঘটনা কেউ হতাহত হয়নি। ০৩ জুন বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছেন। ভবন নির্মাণের কাজ করছেন চাটমোহরে ঠিকাদার সিরাজুল ইসলাম।

 

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের কারণে ধ্বসে পড়েছে। গেলো ঈদুল ফিতরের কিছুদিন আগে নির্মাণকাজ শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই দোতলা ভবনের গাড়ি বারান্দা অংশটুকু ধ্বসে পড়ে। এলজিইডি’র চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বিষয়টি আমার ভাল জানা নেই, আমি নতুন এসেছি।

 

শুনেছি অনেক আগেই শার্টার লাগানো হয়েছিল। একটা কার্নিশ ভেঙ্গে পড়েছে। এটি তেমন কোনো বিষয় নয়। আমি পুরো বিষয় জানার জন্য উপ সহকারী প্রকৌশলী রফিককে পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো যাবে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলাম জানান, খবর পাবার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এটি পুরোটাই টেকনিক্যাল বিষয়। সেকারণে উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তারা প্রতিবেদন জমা দেয়ার পর জানা যাবে, ঠিক কি কারণে ধ্বসে পড়েছে।

 

এ বিষয়ে তার সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে (০১৭৪২-৫৬২৭২১) কয়েকবার ফোন দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি। সাংবাদিক পরিচয় দিয়ে মেসেজ পাঠানো হলেও তার উত্তর দেননি। যেকারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

Leave A Reply

Your email address will not be published.