ছন্নছাড়া পারফরম্যান্সে সিরিজ হারল বাংলাদেশ

0 ১১৯
বাংলাদেশ নারী দল বনাম শ্রীলঙ্কা নারী দল ম্যাচ। ছবি : বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ের পর সিরিজ জয়ের আশা জাগালেও শেষমেষ হতাশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরের দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া করেছে জাহানারা-নাহিদারা।

আগে ব্যাটিংয়ে নেমে লঙ্কান দুই ওপেনার চামারি আতাপাত্তু ও বিশ্মি গুনারত্নে দলকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন। দলীয় ১৬ রানে রাবেয়া খানের বলে ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিশ্মি। তার বিদায়ের পর আতাপাত্তুকে নিয়ে জুটি গড়েন হরশিথা মাদাবি। এই দুইজনের ব্যাটে শুরুর চাপ বেশ ভালোভাবেই সামাল দেয় শ্রীলঙ্কা। দলীয় ৪৩ রানে বিদায় নেন ওপেনার আতাপাত্তু। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৩ বলে ৩২ রান।

এরপর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি ব্যাটার আনুশকা সানজিওয়ানি। দলীয় ৫৬ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার। তৃতীয় উইকেট হারানোর পরই বদলে যায় শ্রীলঙ্কার ব্যাটিয়ের চিত্র। নিলাকশি ডি সিলবাকে নিয়ে দারুণ জুটি গড়েন মাদাবি।

এই দুই ব্যাটারের ১০২ রানের জুটিতে ১৫৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। মাদাবি ৪২ বলে ৫১ ও নিলাকশি করেন ৩৯ বলে ৬৩ রান। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন রাবেয়া, ফাহিমা ও নাহিদা।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৩ রানের মাথায় রানের খাতা খেলার আগেই ফিরে যান ওপেনার রুবিয়া হায়দার। তার বিদায়ের সোবহানা মোস্তারিকে নিয়ে চাপ সামাল দেন আরেক ওপেনার ফারজানা হক। যদিও বড় জুটি গড়তে ব্যর্থ তারা। দলীয় ৩২ রানের মাথায় ফিরে যান ডানহাতি ব্যাটার ফারজানা।

এরপর সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি আরেক ব্যাটার সোবহানা। দলীয় ৫০ রানের মাথায় ২৫ বলে ৩০ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

এরপর অধিনায়ক নিগার সুলতানা ও মুর্শিদা খাতুন মিলে ৩৩ রানের জুটি গড়ে। দলীয় ৮৩ রানে নিগারের বিদায়ের মাধ্যমে ভাঙে এই জুটি। পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষমেশ স্কোরবোর্ডে ৭ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.