তাসকিন-সাবিনাসহ যারা পাচ্ছেন শেখ কামাল পুরস্কার

0 ১৬৯
তাসকিন আহমেদ ও সাবিনা খাতুন। ছবি : তাসকিন ও সাবিনার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে

মাঠের ক্রিকেটে সময়টা দারুণ কাটছে তাসকিন আহমেদের। ফুটবলার সাবিনা খাতুনও নিজের সহজাত ছন্দময়ী খেলা উপহার দিয়ে আসছেন সবসময়। ভালো খেলার স্বীকৃতি পাচ্ছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দুই নক্ষত্র। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩’ এ সেরা ক্রীড়াবিদের পুরস্কার পাচ্ছেন এই দুই তারকা। তাদের সঙ্গে সেরা ক্রীড়াবিদের পুরস্কার পাচ্ছেন গত এসএ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের সভা শেষে তাদের নাম ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আগামী ৫ আগস্ট রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর আটটি ক্যাটাগরিতে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুইটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। সেরা তিন খেলোয়াড় ছাড়া উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে মনোনয়ন পেয়েছেন টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয়। ক্রীড়া ধারাভাষ্যকার আহতার আলী খান, ক্রীড়া সাংবাদিক তারেক মো. নুরুল্লাহকে দেওয়া হবে নিজ নিজ ক্যাটাগরিতে সেরার পুরস্কার।

সেরা ক্রীড়া সংস্থার স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সেরা ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে সম্মাননা পাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস।

পুরস্কার প্রসঙ্গে জাহিদ আহসান রাসেল বলেন, ‘ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় আট ক্যাটাগরিতে ১০ জন ক্রীড়া ব্যিক্তত্ব ও দুইটি প্রতিষ্ঠানকে পুরস্কার দিচ্ছি। এটি আগামীতে ক্রীড়াঙ্গনের অন্যদের অনুপ্রেরণা দেবে।’

পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, সনদ ও সম্মাননা স্মারক দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.