সৌদিতে শিরোপার স্বাদ পেয়েছে রোনালদো জুনিয়র

0 ৭৯
শিরোপা হাতে সতীর্থদের সঙ্গে রোনালদো জুনিয়র। ছবি : আল-নাসের

ক্রিস্টিয়ানো রোনালদো তার ছেলেকে গড়ে তুলছেন নিজের মতো করে। মহাতারকা বাবার দিকনির্দেশনায় রোনালদোও জুনিয়র হয়ে উঠছেন আগামীর তারকা। রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, ম্যানচেস্টার ইউনাইটেডের জুনিয়র দলে নিজেকে প্রমাণ করেছেন। সামর্থ্যের প্রমাণ আরেকবার দিলেন সৌদি আরবে এসে। আল-নাসের অনূর্ধ্ব-১৩ দলের হয়ে জিতল লিগ শিরোপা।

ছেলের হাতে শিরোপা দেখে উচ্ছ্বসিত সিআরসেভেন। অভিনন্দন জানালেন নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে। নেতৃত্বের প্রথম বছরেই আল-নাসেরকে শিরোপা জেতানোটা যে বাবার জন্যও গর্বের।

ছয় বছর বয়স থেকে রোনালদো তার ছেলেকে নিজের সঙ্গে জিম করান। তখন থেকেই ছেলের খাদ্যাভাস থেকে শুরু করে সব নিজেই দেখাশোনা করেন। জুনিয়র ফুটবলার হিসেবে ইতোমধ্যেই সুনাম কেড়েছে রোনালদোর ছেলে। জুভেন্টাসের ইয়ুথ লিগে থাকতে ২৩ ম্যাচে ৫৮ গোল করে এক সিজনে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.